ঋণ/বিনিয়োগ প্রশ্ন ও উত্তর
০১। ঋণ/বিনিয়োগ আবেদনকারীর যোগ্যতা কি?
পূর্ণ বয়স্ক, সুস্থ ও চুক্তি করার যোগ্যতা সম্পন্ন এবং ঋণ/বিনিয়োগ পরিশোধে সক্ষম বাংলাদেশের যে কোন নাগরিক বাড়ী নির্মাণ বা ফ্ল্যাট ঋণের জন্য ঋণ/বিনিয়োগের আবেদন করতে পারবেন।
০২। ঋণ/বিনিয়োগ পেতে হলে কোথায় যোগাযোগ করতে হবে?
কর্পোরেশনের বিদ্যমান ৭৩ টি শাখা অফিসের মাধ্যমে ঋণ কার্যক্রম পরিচালিত হয়। আপনি যে এলাকায় ফ্ল্যাট ক্রয় করতে ইচ্ছুক সেই এলাকা সংশ্লিষ্ট বিএইচবিএফসি’র শাখা অফিসে ঋণ/বিনিয়োগের জন্য আবেদন করতে হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য বিএইচবিএফসি’র ওয়েবসাইট www.bhbfc.gov.bd ভিজিট করে এই সকল অফিসের নাম, ঠিকানা ও ফোন নম্বর পাওয়া যাবে।
০৩। ঋণ/বিনিয়োগ পরিশোধের মেয়াদ কত?
৫, ১০, ১৫, ২০ বছর। (প্রবাসী বাংলাদেশীদের ক্ষেত্রে সর্বোচ্চ মেয়াদ ২৫ বছর।)
০৪। কত দিনের মধ্যে ঋণ মঞ্জুরী করা হয়?
কর্পোরেশনের চাহিত কাগজপত্রাদিসহ ফরমাল আবেদন দাখিলের ২১ দিনের মধ্যে ঋণ মঞ্জুরী প্রদান করা হয়।
০৫। কোন ডেভেলপার প্রতিষ্ঠানকে ফ্ল্যাট বা বাড়ী নির্মাণের জন্য ঋণ/বিনিয়োগ প্রদান করা হয় কি না?
না, শুধুমাত্র ফ্ল্যাট ক্রেতাকেই ফ্ল্যাট ক্রয়ের জন্য এবং শুধুমাত্র জমির মালিককে বাড়ী নির্মাণের জন্য ঋণ/বিনিয়োগ প্রদান করা হয়।
০৬। মাসিক কিস্তি কখন হতে শুরু হবে?
মঞ্জুরীকৃত সমুদয় টাকা গ্রহণ করা হলে শেষ কিস্তি গ্রহণের পরবর্তী ২য় মাসের ১ তারিখ হতে মাসিক কিস্তি পরিশোধ শুরু হবে।
০৭। মঞ্জুরীকৃত সমুদয় টাকা গ্রহণ না করলে মাসিক কিস্তি কখন হতে শুরু হবে?
সমুদয় টাকা গ্রহণ না করলে সর্বশেষ চেক গ্রহণ মাসের পরবর্তী মাসের ১ তারিখ হতে ঋণ/বিনিয়োগের মাসিক কিস্তি পরিশোধ শুরু হবে।
০৮। ঋণ পরিশোধের জন্য কী কী কাগজপত্র প্রয়োজন?
ঋণ আবেদন ফরম, জাতীয় পরিচয়পত্র, আয়ের উৎসের প্রমাণ, জমির মালিকানার দলিল ইত্যাদি প্রয়োজন।
০৯। ঋণ মঞ্জুরির পর কিভাবে টাকা গ্রহণ করা যায়?
ঋণ মঞ্জুরির পর ব্যাংক চেক বা অনলাইনে টাকা গ্রহণ করা যাবে।
১০। ঋণ/বিনিয়োগ পেতে হলে কীভাবে আবেদন করব?
প্রথমে আবেদন ফরম পূর্ণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং শাখা অফিস থেকে ঋণ মঞ্জুরির জন্য আবেদন করতে হবে।
১১। ঋণ পরিশোধের জন্য কিভাবে কিস্তি প্রদান করতে হবে?
ঋণ পরিশোধের জন্য মাসিক কিস্তি ব্যাংক হিসাব বা অন্যান্য সুবিধা ব্যবহার করে প্রদান করতে হবে।
১২। জমি কেনার জন্য ঋণ দেওয়া হয় কি না?
না, জমি কেনার জন্য ঋণ প্রদান করা হয় না। শুধুমাত্র বাড়ী বা ফ্ল্যাট নির্মাণ বা ক্রয়ের জন্য ঋণ দেওয়া হয়।